চলতি মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি ১০ লাখ বা ২.০৩ বিলিয়ন মার্কিন ডলার।
সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৪ দশমিক ৩০ শতাংশ।