News Portal Logo
Today

স্বীকৃতির পর এবার দূতাবাসের বাইরে ফিলিস্তিনের পতাকা ওড়াল যুক্তরাজ্য

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার একদিন পর, লন্ডনে দূতাবাসের বাইরে ফিলিস্তিনি পতাকা উত্তেলন করা হয়

আন্তর্জাতিক ডেস্ক

Reporter Icon প্রতিবেদন প্রান্ত রায়
২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০
News
Logo Stv24 Exclusive
Share on: Facebook PDF Copy Print More

সোমবার যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলট বক্তৃতা করেন। তারপরই ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়।

জোমলট বলেন, দয়া করে আমার সাথে যোগ দিন কারণ আমরা ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছি। যার রঙ আমাদের জাতির প্রতিনিধিত্ব করে। কালো আমাদের শোকের জন্য, সাদা আমাদের আশার জন্য, সবুজ আমাদের ভূমির জন্য এবং লাল আমাদের জনগণের ত্যাগের জন্য। জোমলট আরও বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির অর্থ হলো ঐতিহাসিক ভুল সংশোধন করা এবং স্বাধীনতা, মর্যাদা এবং মৌলিক মানবাধিকারের উপর ভিত্তি করে ভবিষ্যতের জন্য একসাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।

যখন গাজায় আমাদের জনগণকে অনাহারে, বোমা হামলায় এবং তাদের বাড়ির ধ্বংসস্তূপের নীচে চাপা দেয়া হচ্ছে, যখন পশ্চিম তীরে আমাদের জনগণকে জাতিগতভাবে নির্মূল করা হচ্ছে, প্রতিদিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতামূলক সন্ত্রাসবাদ, জমি চুরি এবং শ্বাসরোধমূলক নিপীড়নের দ্বারা নির্মমভাবে হত্যা করা হচ্ছে তখন এই স্বীকৃতি এসেছে।

— জোমলট

তিনি জনগণকে মনে রাখার আহ্বান জানান যে, এই স্বীকৃতি এমন এক অকল্পনীয় ব্যথা ও যন্ত্রণার সময়ে এসেছে, যখন আমাদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। একটি গণহত্যা যা এখনও অস্বীকার করা হচ্ছে এবং দায়মুক্তির সাথে চালিয়ে যেতে দেয়ার চেষ্টা চলছে।


সকল সংবাদ

জনপ্রিয় সংবাদ