News Portal Logo
Today

চট্রগ্রামে ৫ দিনে চার হিন্দুবাড়িতে দরজা আটকে আগুন

চট্টগ্রাম ডেস্ক

নিজস্ব প্রতিবেদন
২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮
News
Logo Stv24 Exclusive
Share on: Facebook PDF Copy Print More

রাউজান প্রতিনিধি:- চট্টগ্রামে পাঁচ দিনের ব্যবধানে চারটি হিন্দু পরিবারের ঘরে বাহির থেকে দরজা আটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সবশেষ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে জেলার রাউজান উপজেলার পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে। আগুনের পর আক্রান্তরা টিন ও বাঁশের বেড়া কেটে ঘর থেকে বের হয়েছেন। তবে এতে হতাহতের ঘটনা না ঘটলেও পুড়েছে ঘরের সর্বস্ব। এর আগে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে রাউজান পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের দুটি ঘরে দরজায় তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। আগের দিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সদর ইউনিয়নের কেউটিয়া বড়ুয়াপাড়া গ্রামেও সাধন বড়ুয়া নামে এক ব্যক্তির ঘরে একইভাবে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়। দুটি ঘটনায় থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবারের ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানান, দিবাগত রাতে সুলতানপুর গ্রামের বাসিন্দা সুখ শীল ও অনিল শীলের বাড়িতে আগুন দেওয়া হয়। তাদের মধ্যে সুখ শীল দুবাই প্রবাসী এবং অনিল শীল দিনমজুর। ওই দিন রাতে পরিবারের আট জন ঘুমিয়ে ছিলেন। ভোর পৌনে চারটার দিকে ঘরে আগুন জ্বেলে ওঠায় তাদের ঘুম ভাঙে। বের হতে গিয়ে দুটি পরিবারের সদস্যরা দেখেন দরজা বাহির থেকে বন্ধ করা। পরে বাঁশ ও টিনের বেড় কেটে ঘর থেকে কোনো মতে প্রাণ নিয়ে বের হয়েছেন। তবে পাসপোর্ট, আসবাব, নগদ প্রায় এক লাখ টাকাসহ অনেক মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তারা জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলামের নেতৃত্বে পুলিশ টিম। আগুনের ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং দুটি পরিবারকে সহায়তার আশ্বাস দেন তারা। রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম বলেন, ভোরে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। দুর্বৃত্তরা দুটি ঘরের বাইরে দরজায় হুক দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। ঘরের বেড়া কেটে বাসিন্দারা বের হয়েছেন। আমরা দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি। থানায় অভিযোগের পর আগুনের ঘটনাগুলোয় এখন পর্যন্ত সাত জনকে আটক করা হয়েছে। এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকার বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে একই কায়দায় আগুনের ঘটনা ঘটে। ওই আগুনে পুড়ে মারা যায় সাত বছরের এক শিশু। গুরুতর দগ্ধ হন আরও তিন জন। গৃহকর্তা বেলাল হোসেন দাবি করেন, বাহির থেকে দরজা আটকে পেট্রোল ঢেলে ঘরে আগুন দেওয়া হয়েছে।


সকল সংবাদ

আর্থিক ক্ষতির মুখে বিনিয়োগকারীরা

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শনিবার দেশে ফিরছেন শহিদুল আলম

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বার্সেলোনার জালে চার গোল দিল সেভিয়া

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

আরও কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচন পেছাল

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংবাদ