News Portal Logo
Today

এক সপ্তাহ বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুলছে প্যাসিফিক গ্রুপের আট কারখানা

বাংলাদেশ ডেস্ক

নিজস্ব প্রতিবেদন
২২ অক্টোবর ২০২৫, ০১:২১
News
Logo Stv24 Exclusive
Share on: Facebook PDF Copy Print More

নয়ন চন্দ্র শীল, নিউজ ডেস্ক: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও গর্জে উঠছে প্যাসিফিক গ্রুপের উৎপাদনের চাকা। আসছে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে প্রতিষ্ঠানটির আটটি পোশাক কারখানায় পুনরায় কার্যক্রম শুরু হবে। গত ১৬ অক্টোবর শ্রমিক বিক্ষোভ ও অস্থিরতার জেরে প্রতিষ্ঠানটির সব ইউনিট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত হওয়ায় এবং কর্মপরিবেশ অনুকূলে ফিরে আসায় কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে গ্রুপ কর্তৃপক্ষ। প্যাসিফিক গ্রুপের চিফ অপারেটিং অফিসার সুহৃদ চৌধুরী জানান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত পৃথক নোটিশের মাধ্যমে শ্রমিকদের কারখানা খোলার বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, “আগে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, কিন্তু এখন আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়েছে। সবাই মিলে আমরা আবারও নতুন উদ্যমে কাজে ফিরব।” প্যাসিফিক গ্রুপের নোটিশে বলা হয়েছে—সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিককে নির্ধারিত সময় ও বিভাগ অনুযায়ী উপস্থিত থেকে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। প্রায় ৩৫ হাজার শ্রমিক নিয়ে সিইপিজেডের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পগোষ্ঠীর একটি প্যাসিফিক গ্রুপ। এর আগে ১৪ অক্টোবর থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে এবং ১৫ অক্টোবর ইপিজেড এলাকায় বিক্ষোভ করে। ১৬ অক্টোবর বিক্ষোভ চলাকালে সংঘর্ষ, ভাঙচুর ও কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বলেন, “আগামী বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হচ্ছে প্যাসিফিকের সব কারখানা। আমরা আশা করছি, শ্রমিকরা এখন থেকে শান্তিপূর্ণভাবে কাজ করবে এবং শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় থাকবে।”


সকল সংবাদ

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শনিবার দেশে ফিরছেন শহিদুল আলম

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বার্সেলোনার জালে চার গোল দিল সেভিয়া

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

আরও কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচন পেছাল

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংবাদ