প্রতিবেদন অর্ক আইচ
দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বড় পরিসরের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) ১০ হাজার ২১৯ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বিপরীতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরবর্তী ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) জাতীয় পত্রিকাগুলোতেও বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে।’ এর আগে চলতি বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিন দিন পর, ৩১ আগস্ট, আট সদস্যবিশিষ্ট ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’ গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্যসচিব অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক। এ ছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরা কমিটিতে রয়েছেন।
তবে সংশোধিত বিধিমালায় কিছু ত্রুটি পাওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব ঘটে। পরে ত্রুটি সংশোধন করে ২ নভেম্বর নতুনভাবে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন বিধিমালায় উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে- ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দ যুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও নিয়োগে অগ্রাধিকার পাবেন। এছাড়া বিধিমালায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা, মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে।
প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক- উভয় পদের সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। উভয় পদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গত ২৮ অক্টোবর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘সারা দেশে বর্তমানে প্রায় ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক নিয়োগ বিধিমালা জারির পর দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। নভেম্বরেই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু হবে।’
রবিবার, ০২ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫