News Portal Logo
Today

রবি মৌসুমে রাজারহাটে ২৪২৫ কৃষক পাবেন বিনামূল্যে বীজ ও সার।

বাংলাদেশ ডেস্ক

নিজস্ব প্রতিবেদন
০৩ নভেম্বর ২০২৫, ০৮:০৫
News
Logo Stv24 Exclusive
Share on: Facebook PDF Copy Print More

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তা দিতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সঙ্গে ফসল উৎপাদন বৃদ্ধি নিয়ে মতবিনিময় করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. সাইফুন্নাহার সাথী জানান, এই মৌসুমে উপজেলার মোট ২ হাজার ৪২৫ জন কৃষককে নয় প্রকার ফসলের বীজ ও রাসায়নিক সার ধাপে ধাপে বিতরণ করা হবে।

কোন কৃষক কী পাবেন: সরিষা বীজ:১,৯০০ জন কৃষক। এছাড়া তারা ডিএপি ও এমওপি সার পাবেন ১০ কেজি করে। গম বীজ:৩০০ জন কৃষক (২০ কেজি করে)। সূর্যমুখী বীজ: ৪৫ জন কৃষক (১ কেজি করে)। চিনাবাদাম বীজ:৪০ জন কৃষক। শীতকালীন পেঁয়াজ বীজ:৩০ জন কৃষক (১ কেজি করে)। মুগ ডাল বীজ: ৫০ জন কৃষক। মসুর ডাল বীজ: ২০ জন কৃষক। খেসারি ডাল বীজ: ২০ জন কৃষক। কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী আরও বলেন, ফসলের উৎপাদন বাড়ানো ও কৃষকের অর্থনীতি যাতে চাঙ্গা হয়, সেটাই এই প্রণোদনা কার্যক্রমের মূল লক্ষ্য।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার হৈমন্তী রানী, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাইদুল হাসান, মো. ফেরদৌস আহমেদসহ উপসহকারী কৃষি কর্মকর্তা - মুসা মিয়া, হুমায়ুন আহমেদ, ফারুক হোসেন, প্রদীপ রায়, তপন কুমার, আমেনা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

সকল সংবাদ

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শনিবার দেশে ফিরছেন শহিদুল আলম

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বার্সেলোনার জালে চার গোল দিল সেভিয়া

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

আরও কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচন পেছাল

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংবাদ