News Portal Logo
Today

দিপু হত্যায় চাঞ্চল্যকর তথ্য জানালেন র‍্যাব কর্মকর্তা।

ধর্ম অবমাননা ছিলো একটা ফাঁদ, এই মিথ্যে অভিযোগে তাকে ফাঁসানো হয় এবং হত্যা করা হয়।

ময়মনসিংহ ডেস্ক

নিজস্ব প্রতিবেদন
২০ ডিসেম্বর ২০২৫, ১১:০৭
News
Logo Stv24 Exclusive
Share on: Facebook PDF Copy Print More

ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার আগে তাকে কারখানার চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। এরপর ওই শ্রমিককে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছে র‌্যাব। শনিবার (২০ ডিসেম্বর) এ ঘটনায় গ্রেপ্তার ১০ জনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে র‌্যাব-১৪ এর পরিচালক নাইমুল হাসান এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। র‌্যাব জানায়, এরইমধ্যে পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেডের ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন (৩৮) এবং কারখানার কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন আকন (৪৬) কে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তুলে ধরে র‌্যাব কর্মকর্তা নাইমুল হাসান বলেন, ঘটনার সূত্রপাত হয় বিকেল ৪টার দিকে। কারখানার ফ্লোর ইনচার্জ দিপু চন্দ্র দাসকে জোরপূর্বক ইস্তফা দিতে বাধ্য করেন। ইস্তফা দেওয়ার পর তাকে পুলিশের কাছে না দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়। তার নিরাপত্তা নিশ্চিত না করায় সংশ্লিষ্ট ওই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে কাকে কী বলেছে—সে বিষয়ে কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। উত্তেজিত জনতার ভূমিকা কিংবা পূর্ব শত্রুতা ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হবে। র‌্যাব পরিচালক আরও বলেন, ধর্ম অবমাননার অভিযোগে কাউকে হত্যা করা, গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে আগুন দিয়ে পুড়িয়ে মারা কোনোভাবেই আইনের আওতায় পড়ে না। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের ঘটনাকে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করে না। যেহেতু মামলাটি থানায় দায়ের হয়েছে, তাই তদন্তের দায়িত্ব থানার পুলিশের ওপর থাকবে বলে জানান তিনি। পাশাপাশি এ ঘটনায় র‌্যাব ‘ছায়া তদন্ত’ চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন নাইমুল হাসান। গ্রেপ্তার হওয়া অন্য আটজন হলেন—তারেক হোসেন (১৯), লিমন সরকার, মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আজমল হাসান সগীর (২৬), শাহিন মিয়া (১৯) এবং মো. নাজমুল। এর মধ্যে শেষ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। র‌্যাব-১৪ এর পরিচালক নাঈমুল হাসান জানান, গ্রেপ্তারকৃত কেউই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ২৮ বছর বয়সী দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় শুক্রবার বিকেলে নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ভালুকা মডেল থানায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।


সকল সংবাদ

আর্থিক ক্ষতির মুখে বিনিয়োগকারীরা

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শনিবার দেশে ফিরছেন শহিদুল আলম

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বার্সেলোনার জালে চার গোল দিল সেভিয়া

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

আরও কমলো এলপি গ্যাসের দাম

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচন পেছাল

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংবাদ